Facebook Twitter Instagram
    ZoomBangla Jobs Feed
    Facebook Twitter Instagram
    ZoomBangla Jobs Feed
    Home » যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DYD Job Circular 2024

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DYD Job Circular 2024

    November 6, 2024Updated:November 6, 202413 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DYD Job Circular 2024। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহবান করা যাচ্ছে।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DYD Job Circular 2024 যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে। Department of Youth Development DYD Job Circular 2024 -এর মাধ্যমে ১২০ জন জনবল নিয়োগ করবে।  DYD Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইন আবেদন ০৩ ‍নভেম্বর ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ০২ ‍ডিসেম্বর ২০২৪। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DYD Job Circular 2024 -এ ০৯টি পদে মোট ১২০ জনবল নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

    যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪

    আপনি কি যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । Department of Youth Development DYD Job Circular 2024 এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

    এক নজরে যুব উন্নয়ন অধিদপ্তর সর্ম্পকে সংক্ষেপঃ

    যুব উন্নয়ন অধিদপ্তর যুব জনসংখ্যার বিকাশের জন্য দায়ী বাংলাদেশের সরকারী বিভাগ। এটা বাংলাদেশের ঢাকার মতিঝিলে অবস্থিত। বর্তমান মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। বাংলাদেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার যুব পুরুষ ও যুব নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পর তাদেরকে যুব ঝণ প্রদানের মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তোলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রতিষ্ঠানটি।

    মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়স্ক বাংলাদেশের শিক্ষিত যুব সমাজকে নিয়ে কাজ করে সরকারের এই সংস্থাটি। বাংলাদেশের ৬৪টি জেলায় রয়েছে যুব প্রশিক্ষণ কেন্দ্র। তাছাড়া সিলেট, বগুড়া ও যশোরে রয়েছে আঞ্চলিক যুব প্রশিক্ষণ কেন্দ্র। এই যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সর্বনিম্ন ০১ মাস থেকে সর্বোচ্চ ০৬ মাস মেয়াদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে।

    তাছাড়া বাংলাদেশের সকল উপজেলাতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় রয়েছে। সেখানে এক সপ্তাহব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট একটি সনদ প্রদান করা হয়।

    প্রশিক্ষণ শেষে প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বনিম্ন ৪০,০০০ ও সর্বোচ্চ ২,০০,০০০ টাকা অতি অল্প পরিমাণ সার্ভিস চার্জে যুব ঝণ প্রদান করা হয়।

    ইতিহাসঃ যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল (যা পরবর্তীকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়েছিল)। ২০১৫ সালের এপ্রিলে যুব উন্নয়ন অধিদফতরের একটি খসড়া প্রতিক্রিয়া জানাতে জাতীয় যুব নীতি প্রকাশ করে। বিভাগটি বাংলাদেশ জুড়ে যুবকদের প্রশিক্ষণ কার্যক্রম সরবরাহ করে আসছে। সূত্রঃ যুব উন্নয়ন অধিদপ্তর

    যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

    সংস্থার নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর।
    পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
    মোট পদ সংখ্যাঃ ০৯।
    মোট জনবল সংখ্যাঃ ১২০।
    চাকরির ধরনঃ ফুল টাইম
    বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/- থেকে ৮,৮০০ – ২১,৩১০/-
    চাকরির ধরনঃ সরকরি চাকরি.
    সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৯ অক্টোবর ২০২৪।
    আবেদন শুরু তারিখঃ ০৩ নভেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
    আবেদনের শেষ তারিখঃ ০২ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
    কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

    যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
    সংস্থার নামঃযুব উন্নয়ন অধিদপ্তর।
    পদের নামঃনিচে বিস্তারিত দেখুন
    পোস্টিংঃকতৃপক্ষের উপর নির্ভর করে।
    পদ সংখ্যাঃ০৯
    মোট জনবল সংখ্যাঃ১২০
    চাকরির আবেদনঅনলাইনের মাধ্যেম।
    চাকরির ধরনঃসরকারি চাকরি।
    লিঙ্গঃছেলে ও মেয়ে।
    বয়সঃ১৮ -৩০ বছর।
    শিক্ষাগত যোগ্যতাঃবিস্তারি সার্কুলারে দেখুন।
    অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
    বেতন স্কেলঃ১১,০০০-২৬,৫৯০/- থেকে ৮,৮০০ – ২১,৩১০/-
    অন্যান্য সুবিধাসরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
    আবেদন শুরু তারিখঃ০৩ নভেম্বর ২০২৪
    আবেদনের শেষ তারিখঃ০২ ডিসেম্বর ২০২৪
    অফিসিয়াল ওয়েবসাইটdyd.gov.bd/
    দেখুন যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ Image

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

    পদের নামঃ কম্পিউটার অপারেটর।
    পদের সংখ্যাঃ ০২টি
    গ্রেডঃ ১৩
    বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০ ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

    পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
    পদের সংখ্যাঃ ০২টি
    গ্রেডঃ ১৪
    বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
    (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
    (গ) সাঁটলিপি বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজীতে ৭০ শব্দের গতি থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজীতে ৩০ শব্দ থাকতে হবে।

    পদের নামঃ জুনিয়র প্রশিক্ষক (পোশাক)।
    পদের সংখ্যাঃ ০৮টি
    গ্রেডঃ ১৪
    বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ পোশাক তৈরী ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরী ট্রেডে প্রশিক্ষণ প্রদানে ১(এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

    পদের নামঃ জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক)।
    পদের সংখ্যাঃ ০২টি
    গ্রেডঃ ১৪
    বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ পোষাক তৈরী ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোষাক তৈরী ট্রেডে প্রশিক্ষণ প্রদানে ০১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

    পদের নামঃ প্ৰদৰ্শক।
    পদের সংখ্যাঃ ১৯টি
    গ্রেডঃ ১৫
    বেতন স্কেলঃ ০৯৭০০-২৩৪৯০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ যুব উন্নয়ন অধিদপ্তরের যে কোন যুব প্রশিক্ষণ কেন্দ্র হইতে পবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ২(দুই) মাস ১৫ (পনের) দিন মেয়াদী কোর্সে “ক” গ্রেডে উত্তীর্ণ।

    পদের নামঃ গাড়িচালক।
    পদের সংখ্যাঃ ২৩টি
    গ্রেডঃ ১৫
    বেতন স্কেলঃ ০৯৭০০-২৩৪৯০/- / ০৯৩০০০ – ২২৪৯০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী/ হালকা গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।

    পদের নামঃ হিসাব সহকারী কাম-মুদ্রাক্ষরিক।
    পদের সংখ্যাঃ ০১টি
    গ্রেডঃ ১৬
    বেতন স্কেলঃ ০৯৩০০০ – ২২৪৯০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ (বিশ) শব্দ ও ইংরেজীতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ (বিশ) শব্দ।

    পদের নামঃ ক্যাশিয়ার।
    পদের সংখ্যাঃ ৫৮টি
    গ্রেডঃ ১৬
    বেতন স্কেলঃ ০৯৩০০০ – ২২৪৯০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ (বিশ) শব্দ ও ইংরেজীতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ (বিশ) শব্দ।

    পদের নামঃ ইলেকট্রিশিয়ান কাম-পাম্প অপারেটর।
    পদের সংখ্যাঃ ০৫টি
    গ্রেডঃ ১৮
    বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/- ও অন্যান্য ভাতাদি ।
    শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
    কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ৬(ছয়) মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের বিশেষ নির্দেশনাঃ

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো। আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারি দেখে নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করুন।

    ০২/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে সরকারি সিদ্ধান্তমতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের বিষয়টি অনুসরণযোগ্য হবে।

    সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকুরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয় ।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) অনুষ্ঠিত হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এবং প্রযোজ্যক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চাকরির জন্য আবেদন আগামী ০৩/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০.০০ টা হতে ০২/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না । সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ:

    লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ:

    • (i) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র;
    • (ii) অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
    • (iii) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ
    • কর্তৃপক্ষের অনাপত্তিপত্র;
    • (iv) স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
    • (v) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
    • (vi) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
    • (vii) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
    • (viii) শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
    • (ix) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
    • (x) নির্দিষ্ট কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণপত্র;

    যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪ জরুরী নিদের্শনা

    যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪ বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।

    সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুষ্পষ্ট নাম ও পদবীসহ সিল থাকতে হবে ।

    নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

    যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না ।

    অসত্য/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে অসত্য/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ/ ভুয়া/জাল/ মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নির্বাচন/ নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪ বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd এ পাওয়া যাবে।

    লিখিত 3 মৌখিক পরীক্ষার তারিখ, সময় 3 অন্যান্য তথ্য www.dyd.gov.bd এবং http://dyd.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

    DYD Job Circular 2024

    DYD Job Circular 2024 আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

    i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৩/১১/২০২৪খ্রিস্টাব্দ সকাল ১০:০০ টা।

    ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২/১২/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ০৫:০০ টা।

    উক্ত সময়সীমার মধ্যে DYD Job Circular 2024 User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

    Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixelxপ্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel ×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB 3 স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

    DYD Job Circular 2024 Online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

    DYD Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলি

    DYD Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা ) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

    DYD Job Circular 2024 উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন।

    DYD Job Circular 2024 Applicant’s Copy তে User ID দেওয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তির ০১ হতে ০৮ ক্রমিকধারীগণ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা [পরীক্ষার ফি ২০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩/- টাকা] এবং ০৯ ক্রমিকধারীগণ মোট ১১২/- (একশত বার) টাকা [পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

    প্রথম SMS : DYD<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

    Example: DYD ABCDEF

    Reply: Applicant’s Name, Tk. 223/- or 112 / will be charged as application fee, Your PIN is xxxxxxxxxx. To pay fee Type DYD <Space>YES<Space>PIN and send to 16222

    দ্বিতীয় SMS : DYD<space>YES<space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

    Example : DYD YES 123456789

    Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DYD Recruitment Application for xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না ।

    যুব উন্নয়ন অধিদপ্তর প্রবেশপত্র

    SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী কর্তৃক এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

    প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://DYD.teletalk.com.bd এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর ওয়েবসাইট http://www.dyd.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

    শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

    (i) User ID জানা থাকলে:

    DYD<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DYD Help User ABCDEF

    (ii) PIN Number জানা থাকলে :

    DYD<space>Help<space>PIN <space> PIN Number & Send to 16222. Example: DYD Help PIN 123456789.

    বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট https://dyd.gov.bd/ বিজ্ঞপ্তিসহ এদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। আমাদের জবপোর্টাল  https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://dyd.teletalk.com.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

    ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

    নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস/ বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ সংযোজন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Department of Youth Development DYD Job Circular 2024 pdf download

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Department of Youth Development DYD Job Circular 2024 pdf download. যুব উন্নয়ন অধিদপ্তর PDF ডাউনলোড। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি pdf download dyd.gov.bd এবং http://dyd.teletalk.com.bd/-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, DYD Job Circular 2024,  Department of Youth Development DYD Job Circular 2024, যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪, যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, DYD Job Circular 2024,  Department of Youth Development DYD Job Circular 2024, যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪, যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, DYD Job Circular 2024,  Department of Youth Development DYD Job Circular 2024, যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪, যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, DYD Job Circular 2024,  Department of Youth Development DYD Job Circular 2024, যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪, যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, DYD Job Circular 2024,  Department of Youth Development DYD Job Circular 2024, যুব উন্নয়ন অধিদপ্তর জব সার্কুলার ২০২৪, যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BCTI Job Circular 2024
    Next Article সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Sirajganj Palli Bidyut Samity-1 Job Circular 2024

    Related Posts

    CS Natore Job Circular 2025 – csnatore.teletalk.com.bd Apply

    April 10, 2025

    CS Khulna Job Circular 2025 – Khulna Civil Surgeon Office

    April 10, 2025

    CS Barishal Job Circular 2025 – csbarishal.teletalk.com.bd

    April 10, 2025

    CS Natore Job Circular 2025 – csnatore.teletalk.com.bd Apply

    April 10, 2025

    CS Khulna Job Circular 2025 – Khulna Civil Surgeon Office

    April 10, 2025

    CS Barishal Job Circular 2025 – csbarishal.teletalk.com.bd

    April 10, 2025

    Bangladesh Ansar VDP Job Circular 2025 -www.ansarvdp.gov.bd Apply

    April 10, 2025

    BPSC Non Cadre Job Circular 2025 – bpsc.teletalk.com.bd Apply

    April 10, 2025

    DGFOOD Job Circular 2025 – dgfood.teletalk.com.bd Apply

    April 10, 2025

    NSI Job Circular 2025 – ndr.teletalk.com.bd Apply Online

    April 10, 2025

    BPSC Non Cadre Job Circular 2025 – bpsc.teletalk.com.bd Apply

    April 9, 2025

    ACI Limited Job Circular 2025

    April 9, 2025

    Bangladesh Bureau of Statistics BBS Job Circular 2025 – bbs.teletalk.com.bd

    April 9, 2025
    Facebook Twitter Instagram Pinterest
    © 2025 ZoomBangla - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.