২০২২ সালের এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল সাড়ে ১১ টায় প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা বাংলাদেশ এডুকেশন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে সহজেই তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ জানতে পারবে। এই নিবন্ধে আমরা এইচএসসি ফলাফল ২০২২ সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করব। এইচএসসি আলিম ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২৩, মার্কশীট সহ HSC পরীক্ষার ফলাফল চেক করার নিয়ম, ফলাফল চ্যালেঞ্জ করার নিয়ম এবং কিভাবে সবার আগে এইচ এস সি রেজাল্ট ২০২৩ দেখবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে।
এইচএসসি পরীক্ষা ২০২২
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড পরীক্ষা। কারণ এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হয় এবং উচ্চ শিক্ষার জন্য তাদের যোগ্যতা যাচাই করা হয়। এ বছর বাংলাদেশের ১০টি শিক্ষা বোর্ডের এইচ এস সি ও সমমান পরীক্ষা নভেম্বর ২০২২ এ শুরু হয় এবং ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে শেষ হয়।
উল্লেখ্য যে এবারের এইচ এস সি পরীক্ষা ১০০ মার্কের পরিবর্তে ৪৫ মার্কে গ্রহণ করা হয়। করোনা মহামারীর কারণে সকল স্কুল-কলেজে পাঠদানের কার্যক্রম ব্যাহত হয়েছিল। তাই শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ চতুর্থ বিষয় এবং আবশ্যিক বিষয় ব্যতীত অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা গ্রহণ করা হয়। এবছর সারা দেশ থেকে প্রায় ১৩ লাখ পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণ করে। পরীক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ কখন প্রকাশ হবে?
সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়। কিন্তু এ বছর এইচ এস সি পরীক্ষায় বিষয় সংখ্যা এবং নম্বরের মান কম থাকায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে সময় কম লেগেছে। তাই এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২ এর ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ ঘোষনা করা হবে।
এইচএসসি ফলাফল ২০২২
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২ এর ফলাফল ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের এইচএসসি ফলাফল, আলিম রেজাল্ট, কারিগরি রেজাল্ট ঘোষণা করবে। পরীক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল চেক করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে এইচএসসি রেজাল্ট ২০২৩ ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের HSC ফলাফল বের করা যাবে। এছাড়াও মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচ এস সি ফলাফল ২০২৩ জানা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার জন্য অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে, educationboardresults.gov.bd বা eboardresults.com-এ এইচএসসি ফলাফল ২০২২ দেখা যাবে।
HSC রেজাল্ট ২০২২
২০২২ সালের HSC রেজাল্ট ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হবে বলে জানা গেছে। এদিন বেলা ১১ টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ প্রকাশ করা হবে। এছাড়াও পরীক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকে তাদের এইচ এস সি পরীক্ষার রেজাল্ট জানতে পারবে। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ফলাফল ২০২৩ প্রকাশের সর্বশেষ আপডেট তথ্য জানার জন্য বাংলাদেশ এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন।
এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট সহ
মার্কশীট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে চান? আজকের উন্নত প্রযুক্তির ছোঁয়ায় অনলাইনে খুব দ্রুত মার্কসিট সহ HSC পরীক্ষার ফলাফল পাওয়া যায়। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। এদিন সকাল সাড়ে ১১ টার পর এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট সহ ডাউনলোড করা যাবে। ২০২২ এর এইচএসসি ফলাফল মার্কশিট ডাউনলোড করার নিয়ম নিচে দেয়া আছে।
উল্লেখ্য যে HSC রেজাল্ট প্রকাশের দিনে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে ভিজিটরের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে প্রযুক্তিগত সমস্যা হতে পারে এবং এর ফলে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। এমন অবস্থায় পরীক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে এইচ এস সি ফলাফল 2022 চেক করতে পারবে খুব সহজে।
মার্কশিট সহ এইচএসসি ফলাফল ২০২২ চেক করার পদ্ধতি
এইচ এস সি, আলিম ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট www.eboardsresult.com এর মাধ্যমে মার্কশিটের সাথে HSC ফলাফল চেক করা যাবে। এই সাইটে শিক্ষার্থীরা তাদের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সহজেই তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ মার্কশীটসহ ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার ফলাফল দেখার জন্য দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে: educationboardresults.gov.bd এবং eboardresults.com। উপরন্তু, ফলাফল দেখার জন্য প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সহজেই তাদের এইচএসসি রেজাল্ট ২০২৩ জানতে পারবে। এইচ এস সি ফলাফল মার্কশিট সহ ডাউনলোড করার প্রসেস নিচে উল্লেখ করা হয়েছে।
educationboardresults gov bd ওয়েবসাইট থেকে এইচএসসি ফলাফল ২০২২ চেক করার নিয়ম
www.educationboardresults.gov.bd সাইটের মাধ্যমে এইচএসসি ফলাফল ২০২৩ চেক করে দেখার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
- www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন
- Examination এর ড্রপ ডাউন মেনু থেকে HSC/Alim/Equivalent নির্বাচন করুন
- Year এর ড্রপ ডাউন মেনু থেকে 2022 সিলেক্ট করুন
- Board এর ড্রপ ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
- Roll এর বক্সে আপনার এইচএসসি রোল নম্বর টাইপ করুন
- Registration এর বক্সে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
- দুইটি সংখ্যার যোগ ফল লিখার বক্সে সঠিক যোগফল লিখুন।
- Submit বোতামে ক্লিক করুন
eboard result ওয়েবসাইট থেকে এইচএসসি ফলাফল ২০২৩ দেখার পদ্ধতি
বিকল্পভাবে, আপনি নিম্নোক্তভাবে www.eboardresults.com এর মাধ্যমে আপনার এইচএসসি ফলাফল ২০২৩ দেখতে পারবেন। এই www. eboardresults com ওয়েবসাইটের মাধ্যমে সকাল সাড়ে ১১ টা থেকেই মার্কশিট সহ এইচ এস সি রেজাল্ট ২০২২ চেক বা ডাউনলোড করা যাবে।
- www.eboardresults.com এর Result Page এ ভিজিট করুন
- Examination এর ড্রপ ডাউন মেনু থেকে HSC/Alim/Equivalent নির্বাচন করুন
- Year এর ড্রপ ডাউন মেনু থেকে 2022 সিলেক্ট করুন
- Board এর ড্রপ ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
- Result Type এর ড্রপ ডাউন মেনু থেকে Individual Result সিলেক্ট করুন
- Roll এর বক্সে আপনার এইচএসসি রোল নম্বর টাইপ করুন
- Registration এর বক্সে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
- Security Key (4 digits) এর পাশে যে অক্ষর বা সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো বক্সে লিখুন
- Get Result বোতামে ক্লিক করুন
মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এর জন্য শিক্ষার্থীদের যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ পাঠাতে হবে। এইচ এস সি ফলাফল ২০২২ প্রকাশিত হবার সাথে সাথে ফলাফল জানতে পূর্ব থেকেই এসএমএস সেন্ড করে প্রি রেজিস্ট্রেশন করে রাখুন। এইচএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের পর আপনার মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ফলাফল প্রকাশের পরে বার্তা পাঠান, তবে আপনার ফলাফলটি ফিরতি বার্তায় জানানো হবে। সবার আগে HSC ফলাফল দেখতে প্রি রেজিস্ট্রেশন করে রাখুন। শিক্ষার্থীরা নিচের পদক্ষেপগুলি অনুসরণ করে এসএমএসের মাধ্যমে তাদের এইচএসসি ফলাফল ২০২২ দেখতে পারবে।
HSC
আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর রোল নাম্বার ২০২২ এবং send to 16222. উদাহরণস্বরূপ: HSC
DHA 76384 2022.
SMS এর মাধ্যমে HSC Result দেখার জন্য প্রয়োজনীয় কোডসমুহ
এইচএসসি | HSC Syl 123456 2022 |
আলিম | Alim Mad 123456 2022 |
কারিগরি | HSC Tec 123456 2022 |
পাঠাতে হবে | ১৬২২২ নম্বরে |
চার্জ / ফি | ২.৫০ টাকা (প্রতি মেসেজ) |
প্রত্যেক বোর্ডের ১ম তিন অক্ষর
বোর্ডের নাম | শর্ট কোড |
---|---|
যশোর | JES |
কুমিল্লা | COM |
চট্টগ্রাম | CHA |
বরিশাল | BAR |
রাজশাহী | RAJ |
মাদ্রাসা | MAD |
ঢাকা | DHA |
দিনাজপুর | DIJ |
ময়মনসিংহ | MYM |
সিলেট | SYL |
কারিগরি | TEC |
বোর্ড ভিত্তিক এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি ফলাফল ২০২২ দেখার তৃতীয় পদ্ধতি হলো নিজ নিজ শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট এর রেজাল্ট দেখার সিস্টেম। তবে এ পদ্ধতিতে শুধুমাত্র ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, মাদ্রাসা, যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মার্কশীট / গ্রেডশীট / পয়েন্ট সহ ফলাফল পাওয়া যাবে। তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মার্কশিট/মার্কশীট সহ রেজাল্ট জানা যাবে। কিন্তু রাজশাহী, সিলেট, ঢাকা, দিনাজপুর ও কারিগরি বোর্ডে থেকে আলাদাভাবে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার সিস্টেম নেই।
ময়মনসিং শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার লিংক
কুমিল্লা বোর্ড থেকে রেজাল্ট দেখুন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার লিংক
বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার লিংক
চট্টগ্রাম বোর্ড থেকে রেজাল্ট দেখুন
যশোর বোর্ড থেকে রেজাল্ট দেখুন
নিচে সকল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক দেওয়া হল।
এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০২২ বা HSC ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি
যে সকল পরীক্ষার্থীরা তাদের প্রাপ্ত ফলাফল নিয়ে সন্তুষ্ট না তারা তাদের পরীক্ষার খাতা পুনরায় চেক করার সুযোগ পাবে। এর জন্য পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল পুনরায় যাচাই করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম জানার জরুরী। এইচএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতির সম্পর্কে আমরা আরেকটি আর্টিকেল প্রকাশ করেছি। যেখানে বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি পড়তে এখানে ক্লিক করুন।