বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Biman Bangladesh Airlines BBAL Job Circular 2024 প্রতিবারের মত এবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যারা এতদিন অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই বিজ্ঞপ্তটি তাদের অপেক্ষার প্রহর শেষ করেছে। আমাদের ওয়েবসাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য সঠিক ভাবে আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সকলে আবেদন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক হতে যোগ্য প্রার্থী নিয়োগ দিবে।

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ পত্রিকা ১৫/১০/২০২৪ইং
সার সংক্ষেপ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে
সংক্ষেপে বিবরণঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ ০২টি ক্যাটাগরিতে মোট ১০৫টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর ২০২৪ইং দৈনিক কালের কণ্ঠ ও অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৪ইং।
নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Biman Bangladesh Airlines BBAL Job Circular 2024
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখুন তা হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কার্যাবলি মূলত কি?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Biman Bangladesh Airlines BBAL Job Circular 2024
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরন
প্রতিষ্ঠানের নামঃ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
বিজ্ঞপ্তি প্রকাশঃ | ৩০ সেপ্টেম্বর ২০২৪ |
বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
প্রকাশ সূত্রঃ | দৈনিক কালের কন্ঠ ও অফিশিয়াল ওয়েবসাইট |
চাকরির ধরনঃ | বেসরকারি চাকরি |
ক্যাটাগরিঃ | ০২টি |
শূন্যপদঃ | ১০৫টি |
আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
আবেদন শুরু করার তারিখঃ | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখঃ | ২৯ অক্টোবর ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর শূন্যপদের তথ্য
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নিম্নে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১। পদের নামঃ ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ)/ ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)
পদ সংখ্যাঃ ফ্লাইট স্টুয়ার্ড ৫০টি ফ্লাইট স্টুয়ার্ডেস ৫০টি।
বয়স: ১৯-২৫ বছর (৩০-০৯-২০২৪ খ্রিঃ তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: টাঃ ১৫,৯০০/- ৩৮,৪০০/- এবং আনুষঙ্গিক ভাতাদি ।
বেতন ও ভাতা:
(বেতন বিভাগ-৪র্থ প্রশাসন)
খ) উৎসব ভাতা।
গ) দেশে ও বিদেশে প্রশিক্ষণ।
ঘ) বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা । ঙ) উন্নত চিকিৎসা সুবিধা।
চ) ইউনিফর্ম ভাতা।
ছ) পদ সংখ্যা: ফ্লাইট স্টুয়ার্ড ২৫টি
ফ্লাইট স্টুয়ার্ডেস ২৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
১) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
২) এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
৩) ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
৪) উচ্চতা: সর্বনিম্ন ১৬৮ সে.মি. (পুরুষ) এবং সর্বনিম্ন ১৬১ সে.মি. (নারী); ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই ১৮.৫-২৫.০)।
৫) সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।
৬) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে।
৭) দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।
৮) কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৯) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
১০) GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
১১) নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ড / ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি) -এ ০৩ মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে।
* বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে ০৩ বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নকরণ সাপেক্ষে ০৩ বছর মেয়াদের সর্বোচ্চ ০৪ বার চাকুরি নবায়ন করা যেতে পারে।
২। পদের নামঃ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ০৫টি
বয়স: ৩০-০৯-২০২৪ খ্রিঃ তারিখে অনুর্দ্ধ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। অবসরপ্রাপ্ত এনসিও/জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
বেতন স্কেল-টা: ১২,৫০০/—৩০,২৩০/- (বেতন বিভাগ-৩ (২) প্রশাসন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
১) যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
অথবা, স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় ১ম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে)।
২) অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয় ।
৫) উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫’৬” এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫’৪” থাকতে হবে।
৬) স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও/জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
৭) সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ



Biman Bangladesh Airlines BBAL Job Circular 2024
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ ও অফিসিয়াল ওয়েবসাইট ৩০ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের শুরুর তারিখঃ আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখঃ ২৯ অক্টোবর ২০২৪
আবেদন করার লিংকঃ http://bbal.teletalk.com.bd